অভিনেত্রী ও নৃত্যশিল্পী শাহনাজ সুমি। তাঁর অভিনীত বিজ্ঞাপনচিত্রের সংলাপ ‘আরো ছোট করে দিন, যাতে এভাবে আর ধরা না যায়’ একসময় মুখে মুখে ফিরত। জুঁই নারকেল তেলের সেই বিজ্ঞাপনের মডেল হয়ে রাতারাতি প্রচারের আলোয় উঠে আসেন। সেই সুমি এখন সিনেমার নায়িকা। গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’ ছবিতে অভিনয় করেছেন তিনি। শুটিং প্রায় শেষ। আগামী ফেব্রুয়ারিতে মুক্তির কথা রয়েছে। ২০১৫ সালে ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার মাধ্যমে দৃষ্টি কাড়েন নির্মাতা সালাউদ্দিন লাভলুর। ‘সোনার পাখি রুপার পাখি’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক সুমির। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন দীর্ঘকেশী এই রূপসী। সাদা পোশাকে ছড়িয়েছিলেন শুভ্রতা। ছবি : শামছুল হক রিপন