ঢাকাই চলচ্চিত্রে নবাগত রোদেলা জান্নাত। আগামী বছরের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘শাহেনশাহ’। শামীম আহমেদ রনি পরিচালিত এ ছবিতে সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে হতে চলেছে রোদেলার অভিষেক। অবশ্য ছবির আরেক নায়িকা নুসরাত ফারিয়া। এক নায়ক, দুই নায়িকার গল্প। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি। ধূসর টি-শার্ট আর কালো প্যান্টে সেজেছিলেন রোদেলা। হালকা মেকআপে রোদেলার চোখে ছিল রোদচশমা। ছবি : এনটিভি অনলাইন