র্যাম্পে হাঁটলেন অপু ০৩ নভেম্বর, ২০১৭, ১৭:০৮ আপডেট: ০৩ নভেম্বর, ২০১৭, ১৭:০৮ ভারতীয় ফ্যাশন হাউস প্রেমস কালেকশনস রাজধানীর গুলশানে নতুন শাখা চালু করে গত আগস্টে। গতকাল বৃহস্পতিবার ফ্যাশন হাউসের আয়োজনে ব্রাইডাল শোর মঞ্চে হাঁটেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। শোর কোরিওগ্রাফি করেছেন আশিকুর রহমান পনি। ছবি : বুলবুল আহমেদ ১ / ৫ ২ / ৫ ৩ / ৫ ৪ / ৫ ৫ / ৫