ভারতীয় চলচ্চিত্র ‘কেলোর কীর্তি’ বাংলাদেশে আমদানি ও বিভিন্ন হলে প্রদর্শনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রকর্মীরা। বাংলাদেশ চলচ্চিত্র ঐক্য পরিষদের ব্যানারে আজ শুক্রবার ঢাকার বিএফডিসি ও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন চলচ্চিত্র-সংশ্লিষ্টরা। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন চিত্রনায়ক রুবেল, অমিত হাসান, ওমর সানী, জায়েদ খান, চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, দেলোয়ার জাহান ঝন্টু, আমজাদ হোসেনসহ আরো অনেকে। এ ছাড়া চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। ছবি : মোহাম্মদ ইব্রাহিম