বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে সান ইভেন্টসের আয়োজনে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব-২০১৬’। এবারের উৎসবে বাংলাদেশসহ ছয় দেশের শতাধিক শিল্পী অংশ নিচ্ছেন। প্রথম দিনের আয়োজনে সংগীত পরিবেশন করেন হবিগঞ্জের আবদুর রহমান বাউল, কুষ্টিয়ার টুনটুন বাউল, যুক্তরাজ্যের সাইমন থ্যাকার্স সাভারা কান্তি, ভারতের রাজু দাস বাউল, বাংলাদেশের ফরিদা ইয়াসমিন, মমতাজ বেগম ও পাকিস্তানের শিল্পী জাভেদ বশির। ছবি : মোহাম্মদ ইব্রাহিম