চলচ্চিত্রের প্রচারের জন্য তারকা, পরিচালক, কলাকুশলীরা কত কিছু করেন। তবে তাই বলে ব্যস্ত সড়কে রিকশা চালাতে হবে? হ্যাঁ, আজ বুধবার বিএফডিসির সামনে এমন মজার দৃশ্যই দেখা গেল। ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘এক পৃথিবী প্রেম’। এর প্রচারের জন্য ঝলমলে এক রিকশা চালালেন ছবির পরিচালক এস এ হক অলিক। আর রিকশার যাত্রী হয়েছেন ছবির নায়ক আসিফ নূর ও নায়িকা আইরিন। প্রচারেই প্রসার, তাই রিকশাকেই প্রচারের বাহন করেছেন তাঁরা। ছবি : সংগৃহীত