আগামী এপ্রিলে মুক্তি পেতে পারে এস এ হক অলিক পরিচালিত সিনেমা ‘এক পৃথিবী প্রেম’। রাজধানীর বনানীর একটি হোটেলে গতকাল রোববার ছবিটির ডিজিটাল পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হলো ‘লাইভ টেকনোলজি’। প্রতিষ্ঠানটি ইউটিউব, ওয়েলকাম টোনসহ নানাভাবে ছবির গানের প্রচার চালাবে। অনুষ্ঠানের ফাঁকে ফটোসেশনে অংশ নিলেন এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকা নবাগত নায়ক আসিফ নুর ও মডেল-অভিনেত্রী আইরিন। ছবি : সাইফুল সুমন