আগামী ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বীবার্ষিকী নির্বাচন। নির্বাচনে অংশ নিচ্ছে ওমর সানি- অমিত হাসান, মিশা সওদাগর- জায়েদ খান ও ড্যনি সিডাক- ইলিয়াস কোবরা এই তিনটি প্যানেল। গতকাল এফডিসিতে মিশা-জায়েদ খান প্যানেলের পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে উপস্থিত প্যানেলের ২১ জন তারকা ছাড়াও সিনিয়র শিল্পীদের মধ্যে ছিলেন নায়ক সোহেল রানা, ফারুক, কবরী সারোয়ার, সুচরিতা, আনোয়ারা, প্রবীর মিত্র প্রমুখ। ছবি : মোহাম্মদ ইব্রাহিম