বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে সহায়তা করছে জাপানি দাতা সংস্থা জাইকা। এ প্রকল্পের আওতায় নির্মিত অনুষ্ঠানগুলো বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচার করা হবে। এ উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নাচছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মেহজাবীন। কোরিওগ্রাফার সোহাগের সঙ্গে নাচেন তিনি। অনুষ্ঠানে গান গেয়ে সবাইকে বিমোহিত করেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। ছবি : দ্বীপময় চৌধুরী ডিউক