শাহানূর খান রিপন পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘প্রাচীর পেরিয়ে’র মহরত অনুষ্ঠানে চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা সোহানা সাবা। এ সিনেমায় আরো অভিনয় করবেন জাদুশিল্পী জুয়েল আইচ, সামির খান, অর্পা, নাবিল, জারা, ইয়াসির প্রমুখ। গত ২ জানুয়ারি ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এর আগে মুরাদ পারভেজ পরিচালিত ‘বৃহন্নলা’ ছবিতে অভিনয় করেছিলেন ফেরদৌস ও সাবা। ছবি : সংগৃহীত