তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো আজ মঙ্গলবার। সকালে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত এই প্রিমিয়ার শোতে ছবির কলাকুশলী ছাড়াও আফজাল হোসেন, বিপাশা হায়াত, নাতাশা হায়াত, সুবর্ণা মুস্তাফা, বদরুল আনাম সৌদ, ফরিদুর রেজা সাগর প্রমুখ উপস্থিত ছিলেন। ইমপ্রেস টেলিফিল্ম নির্মিত ছবিটি আগামী ১৯ আগস্ট দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ‘অজ্ঞাতনামা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপুণ, আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, জুঁই করিম, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী প্রমুখ। ছবি : মোহাম্মদ ইব্রাহিম