‘শিকারী’ সিনেমার প্রচারের অংশ হিসেবে গতকাল বুধবার ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছবিটির কেন্দ্রীয় চরিত্র শাকিব খান ও কলকাতার নায়িকা শ্রাবন্তীর সঙ্গে চিত্রনায়ক আরিফিন শুভ। অনুষ্ঠানের পুরোটা সময় শাকিব ও শ্রাবন্তী ছিলেন প্রাণবন্ত। কখনো হাসি-ঠাট্টা করেছেন, কখনো বা হাসিমুখে তাঁরা জবাব দিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের। ছবি : মোহাম্মদ ইব্রাহিম