মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ সিনেমার মহরত অনুষ্ঠিত হলো গতকাল শুক্রবার রাতে। রাজধানীর অভিজাত এক হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা ইরফান খান, কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী প্রমুখ। যৌথ প্রযোজনার ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। অভিনেতা ইরফান খানও এ সিনেমায় সহপ্রযোজক হিসেবে আছেন। ছবি : মোহাম্মদ ইব্রাহিম