এটিএন এন্টারটেইনমেন্টের আয়োজনে গতকাল রোববার রাজধানীর বসুন্ধরা সিটির নবরাত্রী হলে অনুষ্ঠিত হলো ‘আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’। অনুষ্ঠানে আতিফ ছাড়াও সংগীত পরিবেশন করেন ভারতের মমতা শর্মা ও আকৃতি কাক্কর। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন। ছবি : মোহাম্মদ ইব্রাহিম