ইতালিতে বিপাশার ছবির প্রদর্শনী ১৬ জানুয়ারি, ২০১৭, ১৭:৫৪ আপডেট: ১৬ জানুয়ারি, ২০১৭, ১৭:৫৪ অভিনয়শিল্পী বিপাশা হায়াত চিত্রশিল্পী হিসেবেও অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত। আঁকিয়ে হিসেবে শুধু দেশে নয় বিদেশেও রয়েছে তাঁর পরিচিতি। বর্তমানে ইতালির একটি গ্যালারিতে বিপাশা হায়াতের আঁকা ছবির একক প্রদর্শনী হচ্ছে। ছবি : সংগৃহীত ১ / ৯ ২ / ৯ ৩ / ৯ ৪ / ৯ ৫ / ৯ ৬ / ৯ ৭ / ৯ ৮ / ৯ ৯ / ৯