ফাখরুল আরেফীন পরিচালিত ‘ভুবন মাঝি’ ছবিটি মুক্তি পাবে আগামীকাল শুক্রবার। গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ছবিতে পরমব্রত চট্টোপাধ্যয়ের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের অপর্না ঘোষ। প্রিমিয়ারে ছবির কলাকুশলী ছাড়া আরো উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু , সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর, লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, প্রযোজক হাবিবুর রহমান খান, সংগীতশিল্পী পার্থ বড়ুয়া, অভিনেত্রী বুড়ি আলী প্রমুখ। ছবি : মোহাম্মদ ইব্রাহিম