অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি আজ শুক্রবার সারা দেশের ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার করা হয়। প্রিমিয়ার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ছবির অভিনয়শিল্পী পরমব্রত চট্টোপাধ্যায়, আশনা হাবিব ভাবনা ও পরিচালক অনিমেষ আইচ। এ ছাড়া উপস্থিত ছিলেন গাজী রাকায়েত, মমতাজ, তৌকীর আহমেদ, বিপাশা হায়াত, গিয়াসউদ্দীন সেলিম, অমিতাভ রেজা চৌধুরী, নাবিলা, বন্যা মির্জা, বিজরী বরকতুল্লাহ, তানভীন সুইটি, এলিটা করিম, ফারহানা নিশো, শারমীন সুলতানা সুমি প্রমুখ। ছবি : সাইফুল সুমন