এফডিসিতে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৪৫তম জন্ম উৎসব’-এর আয়োজন করেছে সালমান শাহ স্মৃতি পরিষদ। এফডিসির দুই নম্বর শুটিং জসিম ফ্লোরে সন্ধ্যা ৬টায় এই উৎসব শুরু হয়। তারকা, পরিচালক, প্রযোজক, সাংবাদিক এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে এতে আয়োজন করা হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে পারফর্ম করেন নবাগত শিল্পীরা। ছবি : মোহাম্মদ ইব্রাহিম