রেদওয়ান রনির নতুন ছবি ‘আইসক্রিম’ সারা দেশে মুক্তি পাচ্ছে শুক্রবার। আর আজ বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল ছবিটির তারা ঝলমলে প্রিমিয়ার শো। তরুণ প্রজন্মের ভালোবাসা আর সম্পর্ক জিইয়ে রাখার গল্প নিয়ে বানানো এই ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, রাজ ও উদয়। এ ছাড়া আছেন ওমর সানি, প্রয়াত নায়িকা দিতি, এ টি এম শামসুজ্জামানসহ আরো অনেকে।স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার শোতে উপস্থাপনা করেন সাবিলা নূর। আর ছবিটির প্রযোজনা করেছেন রঞ্জন কুমার দত্ত। ছবি : সাইফুল সুমন