আসন্ন ঈদে মুক্তির জন্য প্রস্তুত জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি। ছবিতে আবারও শাকিব খানের নায়িকা হয়ে পর্দায় আসেছেন শবনম বুবলী। কক্সবাজারে ছবির সিক্যুয়েন্সের শুটিংয়ের সময় ক্যামেরাবন্দি হন বুবলী। ´বসগিরি´ দিয়েই শাকিব খানের সঙ্গে বড়পর্দায় অভিষেক ঘটে সুদর্শনী শবনম বুবলীর। ২০১৬ সালে ঈদে মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেন শামীম আহমেদ রনি। ছবি : আইয়ুব আকন্দ