ঢাকাই চলচ্চিত্রের আবেদনময়ী অভিনেত্রী নুসরাত ফারিয়া। ওপার বাংলায়ও সমান জনপ্রিয়তা তাঁর। গ্ল্যামারাস লুক ও ভিন্নধর্মী অভিনয় দিয়ে কেড়েছেন চলচ্চিত্রপ্রেমীদের মন। ‘আশিকী’ সিনেমার মাধ্যমে অভিষেকের পরে কাজ করেছেন ‘বাদশা—দ্য ডন’, ‘ইন্সপেক্টর নটি কে’সহ আরো বেশ কিছু ছবিতে। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও বেশ পটু নুসরাত। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি লক্ষ করা যায় এ তারকার। কাজের হালহকিকত জানানো কিংবা নিত্যনতুন ছবি-ভিডিও শেয়ার করে ভক্তদের কৌতূহল মেটান। আর সেসব ঝড় তোলে অন্তর্জালবাসীর মনে। ছবি : সংগৃহীত