জনপ্রিয় মডেল ও টেলিভিশন তারকা সাফা কবির। বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু। এনটিভিতে প্রচারিত ‘অল টাইম দৌড়ের উপর’ টেলিফিল্ম দিয়ে সাফা অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন। এর পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি সাফাকে। ‘মিস ম্যাচ’, ‘মেঘলা মেঘলা দিন’, ‘তোমাকে আসতেই হবে’, ‘ফাহিম দ্য গ্রেট ফাজিল’, ‘একা মেয়ে’সহ বহু নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন সাফা। টিভি নাটকে ব্যস্ত সময় পার করলেও বেশ ফুরফুরে মেজাজে আছেন সাফা। সম্প্রতি এনটিভি অনলাইনের সৌজন্যে ফটোশুটে অংশ নিয়েছিলেন এ তারকা। ছবি : শামছুল হক রিপন