একজন বাবার একাকিত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আবার বসন্ত’। ৬৫ বছরের একজন লোকের সঙ্গে ভালোবাসায় জড়িয়ে পড়ে ২৫ বছরের একটি মেয়ে। গল্পনির্ভর এ চলচ্চিত্র ঈদে মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন। ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, স্পর্শীয়া, আনন্দ খালেদ, ইমতুসহ অনেকে। ছবির প্রচারণার জন্য ফটোশুটে অংশ নেন তারিক আনাম খান ও স্পর্শীয়া। ছবি : অভি মিত্র