অধরা খান। ঢালিউডের নবাগত নায়িকা। শাহিন সুমন পরিচালিত ‘মাতাল’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। গত ৫ অক্টোবর একটি সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। ছবির গানের একটি দৃশ্যে এনটিভির ক্যামেরা বন্দি হন অধরা ও শিপন। ছবিতে নায়ক সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেন অধরা খান। শিপনের সাথে জুটি বাঁধেন অরিন। ছবি : জি ডি পিন্টু