ছোটপর্দার অভিনেত্রী রাণী আহাদ প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করছেন। রাইসুল রনী পরিচালিত ছবিটির শিরোনাম ‘ফেরারি প্রেম’। এতে তিনি নবাগত নায়ক আজাদের সঙ্গে অভিনয় করছেন। সম্প্রতি গাজীপুরের পুবাইলে এর শুটিংয়ের ফাঁকে এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন রাণী-আজাদ। ছবি : মোহাম্মদ ইব্রাহিম