দেশ বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেন আর নেই। গতকাল বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে। অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনা ও চিত্রনাট্য করেছেন বহু সফল ছবির। গত বছর তিনি অভিনয় করেছেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রে। এখানে তিনি স্টেশন মাস্টার চরিত্রে অভিনয় করেন। গত বছর ফেব্রুয়ারিতে এটি মুক্তি পায়। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন নুসরাত ফারিয়া ও আরিফিন শুভ। এর শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন আমজাদ হোসেন। ছবি : কাজী মনির