২০১৬ সালের ৫ আগস্ট মুক্তি পায় শাহেদ চৌধুরী পরিচালিত শেষ চলচ্চিত্র ‘আড়াল’। ছবিতে অভিনয় করেন দুই নায়িকা আঁচল ও বিপাশা কবির। দুই নায়িকার বিপরীতে অভিনয় করেন নায়ক শাহরিয়াজ। ছবির শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন আঁচল ও বিপাশা। ছবি : জি ডি পিন্টু