বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নূর জাহান’। অভিমন্যু মুখার্জি পরিচালিত ছবিটি ২০১৭ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পায়। এই চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয়েছে পূজার। এতে পূজার মায়ের চরিত্রে অভিনয় করেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা। বাবার চরিত্রে অভিনয় করেন নাদের চৌধুরী। এর শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরায় ধরা পড়ে পূজা ও অপরাজিতার মুহূর্ত। ছবি : সুমিত্র