‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির গানের একটি দৃশ্যে নায়িকা পরী মণি ও নায়ক কায়েস আরজু। আগামী ৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম। এটা তাঁর নির্মিত প্রথম চলচ্চিত্র। আরজু ও পরী এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। ছবি : শাহ সুলতান