এ সময়ের মডেল ও নায়িকা অরিন। বিজ্ঞাপনের পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন তিনি চলচ্চিত্রে। তাঁর অভিনীত ‘মাতাল’ ছবিটি মুক্তি পায় গত অক্টোবরে। কক্সবাজারের হিমছড়িতে খলনায়কদের সঙ্গে ছবিটির কিছু দৃশ্যের শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন এই নায়িকা। ‘মাতাল’ পরিচালনা করেছেন শাহিন সুমন। অরিনের বিপরীতে এখানে অভিনয় করেছেন শিপন। এ ছাড়া এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সাইমন ও অধরা। ছবি : জি ডি পিন্টু