এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ ছবিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, এ টি এম শামসুজ্জামান, আবুল হায়াত ও আমিরুল হক চৌধুরী। ছবির কমেডি দৃশ্যে অভিনয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন এ টি এম শামসুজ্জামান। ২০১৬ সালের ডিসেম্বরে মুক্তি পায় চলচ্চিত্রটি। এতে মূল চরিত্রে অভিনয় করেন নায়িকা আইরিন। তাঁর বিপরীতে অভিনয় করেন নায়ক আসিফ নূর। ছবি : কামরুল ইসলাম