‘দাগ হৃদয়ে’ ছবিতে অভিনয় করেছেন নায়ক বাপ্পী ও নায়িকা আঁচল। পরিচালনা করেছেন তারেক শিকদার। ছবির রোমান্টিক একটি গানের দৃশ্য হয় বান্দরবানে, এ সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হয়েছেন এই নায়ক-নায়িকা। গত ৮ ফেব্রুয়ারি সারা দেশে এটি মুক্তি পায়। ‘ভুল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু হলেও ২০১৩ সালে শাহিন সুমন পরিচালিত ‘জটিল প্রেম’-এর মাধ্যমে মূল ধারার ছবিতে যুক্ত হন আঁচল। এই ছবিতেও তিনি জুটি বাঁধেন নায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে। এরপর বাপ্পীর সঙ্গে একাধিক হিট ছবিতে তিনি অভিনয় করেন। দীর্ঘদিন বিরতির পর ‘দাগ হৃদয়ে’র মাধ্যমে আবারও চলচ্চিত্রে ফেরেন আঁচল। ছবি : জিডি পিন্টু