মডেলিং ও নাটকে অভিনয় করে অর্চিতা স্পর্শীয়া দর্শকপ্রিয় হয়েছেন বহু আগেই। এখন অভিনয় করছেন চলচ্চিত্রে। তাঁর অভিনীত ‘ইতি, তোমারই ঢাকা’ ছবিটি প্রশংসিত হয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর আরো বেশকিছু চলচ্চিত্র। এর মধ্যে উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘কাঠবিড়ালী’, ‘আবার বসন্ত’, ‘বন্ধন’ এবং ‘মানুষের বাগান’ ইত্যাদি। সম্প্রতি কাজের ফাঁকে এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নিয়েছেন মিষ্টি হাসির এই অভিনেত্রী। ছবি : সাইফুল সুমন