এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান প্রযোজিত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। ছবিটির ‘ঈদ মোবারক’ শিরোনামের গানের শুটিংয়ের সময় ক্যামেরাবন্দি হন নায়িকা বুবলী। গানটি লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সঙ্গীতায়োজনের পাশাপাশি গানটি গেয়েছেন আকাশ সেন। গানের কোরিওগ্রাফি করেছেন বলিউডের দুই কোরিওগ্রাফার, পবন শেঠি ও বব। ঈদ উৎসবের আবহে এফডিসিতে নির্মাণ করা হয়েছে বিশাল সেট। বুবলীর সঙ্গে নেচেছেন সাড়ে ৩০০ সহশিল্পী। ছবি : আইয়ুব আকন্দ