দেশজুড়ে বিদ্যমান অন্যায়, অত্যাচার, অনিয়মের বিপক্ষে প্রতিবাদমুখর চরিত্রে দেখা গেছে বুবলীকে। সাভারে স্মৃতিসৌধের সামনে একদল ছেলেমেয়ে গানের সঙ্গে অভিনয় করেছেন। শফিক তুহিনের কথা ও সংগীত আয়োজনে ‘এ খাঁচা ভাঙতে হবে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন লেমিস। ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির এই গানটিতে অভিনয় করেছেন নায়িকা শবনম বুবলী। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। ঈদে ১৫৪ হলে ছবিটি দেশজুড়ে মুক্তি পায়। ছবি : আইয়ুব আকন্দ