ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক শাহরিয়াজ বিয়ে করা নিয়ে পড়েছেন বিড়ম্বনায়। বউ খুঁজতে তিনি ঘুরছেন বাজারে বাজারে। না, বাস্তবে নয়; মুকুল নেত্রবাদী পরিচালিত ‘বউ বাজার’ ছবিতে বউ খুঁজছে এমন এক চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়াজ। ১৫ মার্চ সারা দেশে ছবিটি মুক্তি পাবে। এতে শাহরিয়াজের বিপরীতে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী রাহা তানহা খান। ছবিটি প্রযোজনার পাশাপাশি কমেডি চরিত্রে অভিনয় করেছেন সরল হাসমত। ছবি : সুলতান