এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ ছবিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, এ টি এম শামসুজ্জামান, আবুল হায়াত ও আমিরুল হক চৌধুরী। ছবির একটি আইটেম গানে এই চার শক্তিমান অভিনেতার সঙ্গে নাচ করেন বিপাশা কবির।এফডিসিতে গানের শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরায় ধরে পরেন তাঁরা। গত বছর মুক্তি পায় ছবিটি । ছবি : কামরুল ইসলাম