সিনেমার দৃশ্যে আমরা সব সময় দেখি নায়ক উড়ে এসে মারামারি করছেন। এমনি এক দৃশ্যে এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন নায়ক সাইমন। গত ৫ অক্টোবর মুক্তি পেয়েছে চলচ্চিত্র ‘মাতাল’। ছবির মারামারির দৃশ্যায়ন হয় উত্তরার দিয়াবাড়িতে। সেখানে দেখা যায় ১৪ ফুট লম্বা একটি ক্রেনের মাথায় দড়ি বাঁধা হয়েছে। সেই দড়ি দিয়ে উড়িয়ে আনা হচ্ছে নায়ক সাইমনকে। মাতাল ছবিতে সাইমন অভিনয় করেন নায়িকা অধরা খানের সঙ্গে। ছবিটি পরিচালনা করেছেন শাহিন সুমন। ছবি : জিডি পিন্টু