চিত্রনায়ক নিরবের ‘আব্বাস’ ছবিটি মুক্তি পেয়েছে গত ৫ জুলাই শুক্রবার। এই ছবির গানে নায়িকা আইরিন হাজির হয়েছেন আইটেম কন্যা হিসেবে। গত ৩০ জুন ‘লাল মোরগের ঝুঁটি’ শিরোনামে এ গান লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়। অ্যাকশন-রোমান্টিক ঘরানার চলচ্চিত্রটি পরিচালনা করছেন সাইফ চন্দন। ছবিটি মুক্তি পেয়েছে দেশের ৩৭টি সিনেমা হলে। আইটেম গানের দৃশ্যে ক্যামেরাবন্দি হন আইরিন। ছবি : চন্দন