প্রথমবারের মতো ছবিতে আইটেম গানে নাচ করেছেন নায়িকা তানহা মৌমাছি। উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবির একটি আইটেম গানে তিনি অভিনয় করেন। সুদীপ কুমার দ্বীপের লেখা ‘নামলে আমি পথে লেগে যায় জ্যাম’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ঐশী। আইটেম গানটির নৃত্য পরিচালনা করছেন আজিজ রেজা। এফডিসিতে ছবির শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন তানহা। ছবি : কাজী মনির