মডেলিং ও চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করে আলোচিত হয়েছেন নায়লা নাইম। ‘অন্ধকার জগত’-এর একটি আইটেম গানে তিনি অভিনয় করেন। বদিউল আলম খোকন পরিচালিত ছবিটি চলতি বছরের ২২ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পেয়েছে। এফডিসিতে এর শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন নায়লা ও তাঁর সহশিল্পী মোহাম্মদ বাসেদ। ছবি : আইয়ুব আকন্দ