আনোয়ারার সঙ্গে মাহি ও মৌমিতা ২২ মে, ২০১৯, ১২:২০ আপডেট: ২২ মে, ২০১৯, ১২:২০ দেশের গুণী অভিনয়শিল্পী আনোয়ারা। সর্বশেষ তিনি অভিনয় করেছেন বদিউল আলম খোকন পরিচালিত ‘অন্ধকার জগত’ চলচ্চিত্রে। চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন মাহিয়া মাহি, মৌমিতা মৌ, ডি এ তায়েব। শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন তাঁরা। ছবি : আইয়ুব আকন্দ ১ / ৪ ২ / ৪ ৩ / ৪ ৪ / ৪