এফডিসির শুটিং ফ্লোরগুলোতে বিভিন্ন ধরনের বাড়ি নির্মাণ করা হয় ছবির গল্পের প্রয়োজনে। শুটিং শেষে সেগুলো আবার ভেঙে ফেলা হয়। এ কে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’ ছবির একটি বিশেষ দৃশ্যের জন্য এফডিসিতে কাঠ দিয়ে নির্মাণ করা হয় ‘তাজমহল’। সেখানে অভিনয় করেন নায়িকা মাহি ও নায়ক রোকন উদ্দিন। সে সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন এই নায়ক ও নায়িকা। এতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন রোকন। এখানে আরো অভিনয় করেছেন একসময়ের জনপ্রিয় জুটি ফেরদৌস ও মৌসুমী। ছবি : হিমু মৃধা