‘জিতবে এবার জিতবে ক্রিকেট’, ‘ম্যাজিক মামনি’ ও ‘টুপটাপ’ শিরোনামের গান নিয়ে তৈরি হচ্ছে আট মিনিট দৈর্ঘ্যের একটি গানের কোলাজ। এতে নৃত্য পরিবেশন করছেন নায়িকা মাহিয়া মাহি। ঈদে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলায় মাহির এই নাচ দেখা যাবে। মাহির সঙ্গে পারফর্ম করেছেন ঈগলস ড্যান্স দলের ২০ জন নৃত্যশিল্পী। নাচের কোরিওগ্রাফি করছেন তানজিল আলম। ছবি : সংগৃহীত