‘পবিত্র ভালোবাসা’ ছবির কিছু দৃশ্যের শুটিং হয় চট্টগ্রামের কাপ্তাই লেকে। একটি দৃশ্যে বান্ধবীদের সঙ্গে নিয়ে নৌকায় ওঠেন মাহি। সে সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন এই নায়িকা। এ কে সোহেল পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছে গত ৫ অক্টোবর। এতে মাহির বিপরীতে অভিনয় করেন নবাগত নায়ক রোকন উদ্দিন। ‘পবিত্র ভালোবাসা’য় আরো অভিনয় করেছেন ফেরদৌস ও মৌসুমী। ছবি : হিমু মৃধা