গল্পের প্রয়োজনে নানা রূপে শিল্পীরা হাজির হন দর্শকের সামনে। ‘পবিত্র ভালোবাসা’ ছবির একটি গানে বিরক্তি প্রকাশের অভিনয় করেন তিনি। বিরক্তির এই দৃশ্যে এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন মাহি। ছবিটি মুক্তি পেয়েছে গত ৫ অক্টোবর। ছবিটি পরিচালনা করেছেন এ কে সোহেল। ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেন নবাগত রোকন উদ্দিন। ছবিতে আরো অভিনয় করেছেন ফেরদৌস ও মৌসুমী। ছবি : হিমু মৃধা