মডেল ও অভিনেত্রী আইরিন সুলতানা বর্তমানে ‘সেভ লাইফ’ ও ‘আকাশ মহল’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও চলচ্চিত্রেই এখন নিয়মিত কাজ করছেন তিনি। তাঁর অভিনীত ছবিগুলোর মধ্যে ‘এক পৃথিবী প্রেম’ বেশ আলোচিত। ২০১৬ সালের ডিসেম্বরে মুক্তি পায় এটি। এস এ হক অলিক পরিচালিত ছবিটিতে আইরিনের নায়ক ছিলেন আসিফ নূর। এর শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন আইরিন ও আসিফ। ছবি : কামরুল ইসলাম