মিউজিক ভিডিও ও চলচ্চিত্রের আইটেম গানে নিয়মিত অভিনয় করেন নায়লা নাইম। গত শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে ‘অন্ধকার জগত’। এই ছবিতে ‘নাচুনি বুড়ি’ শিরোনামে একটি আইটেম গানে নেচেছেন নায়লা। কোরিওগ্রাফি করেছেন মাসুম বাবুল। পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। সাভারে এর শুটিংয়ের সময় এনটিভি অনলাইনের ক্যামেরাবন্দি হন আইটেম-কন্যা নায়লা। ছবি : আইয়ুব আকন্দ