সিনেমার গল্পের প্রয়োজনে বিভিন্ন লুক নিয়ে দর্শকের সামনে হাজির হন শিল্পীরা। সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ চলচ্চিত্রে নায়ক নিরবকে দেখা যাবে পুরান ঢাকায় বেড়ে ওঠা ও এলাকার ত্রাস বনে যাওয়ার ‘আব্বাস’ চরিত্রে। ছবিটি মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। অ্যাকশন-রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্র এরই মধ্যে সবার মধ্যে আগ্রহ তৈরি করেছে। পুরান ঢাকায় ছবির দৃশ্য ধারণের সময় এনটিভির ক্যামেরাবন্দি হন নিরব। ছবি : চন্দন