চিত্রনায়ক নিরবের ‘আব্বাস’ ছবিটি মুক্তি পেয়েছে গত ৫ জুলাই। ‘লাল মোরগের ঝুঁটি’ শিরোনামের গানে নিরবের সঙ্গে নাচ করেন ছবির দ্বিতীয় নায়িকা সূচনা আজাদ। অ্যাকশন-রোমান্টিক ঘরানার চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। নিরবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সোহানা সাবা। ছবির আইটেম গানের দৃশ্যে ক্যামেরাবন্দি হন সূচনা-নিরব। ছবি : চন্দন